গ্রামের
এই উন্নতি দেখে রানার বাবাও খুব খুশি হলেন। তিনি প্রায়ই রানার মায়ের সাথে ছোট মামার
প্রশংসা করেন। একদিন রাতে মামা রানার বাবার সাথে কথা বলতে বলতে বললেন, আমার তো এবার
চলে যাওয়া দরকার।
কথা
শুনে বাবা খুব চেতে গেলেন। রাগান্বিত স্বরে বললেন- তুমি চলে গেলে এসব ছেলেরা আবার স্কুলে
যাবে। স্কুলের স্যারেরা তাদের খারাপ শিক্ষায় শিক্ষিত করবে। তারা বড় হয়ে শেখ আবু রায়হানের
মতো হতে পারবে না। তারচেয়ে বরং তুমি এ গ্রামেই থেকে যাও। প্রাইমারি স্কুলের নিকটে
রাস্তার পাশে আমাদের যে জমিটি আছে ওখানে আমি একটা ঘর বানিয়ে দিবো ওখানে তুমি এসব ছেলেদের
পড়াবে।
কম্পিউটারে পড়ার জন্য
No comments:
Post a Comment