Friday, June 19, 2020

মৃত্যুদুত (মৃত্যুর ভয়াবহতা ও মৃত্যুর পরের জীবন) #শায়েখ আব্দুল্লাহ আল-মুনীর#


তাহলে আমরা কেবল মানুষের দেহের হাড়, চামড়া আর মাংসের গলে যাওয়া দেখি। এসব পচে গলে শেষ হয়ে যায়। রুহ অর্থাৎ মানুষের প্রাণ বা জীবন কিন্তু অরক্ষিত থাকে। জীবন শেষ হয়ে যায় না। মৃত্যুর সময় ফেরেশতারা সেটাকে টেনে হেঁচড়ে দেহ থেকে বের করে নেয়। কিয়ামতের দিন আবার সেটাকে নতুন দেহতে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর আর কখনও মৃত্যু হবে না। দুনিয়াতে যারা আল্লাহর কথা মেনে চলেছে, তার ইবাদত করেছে তারা সেই নতুন জীবনে জান্নাতে প্রবেশ করবে। তারা সেখানে অনন্ত কাল ধরে শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। কোনো বিপদ-আপদ তাদের স্পর্শ করবে না। দুনিয়াতে স্ত্রী-কন্যা, বাবা-মা, আত্মীয়-স্বজন যারাই মারা যাবে। যদি তারা জান্নাতী হয় তবে আল্লাহ আবার তাদের একটি পরিবার হিসেবে বাস করার সুযোগ দেবেন। একটা সুখের সংসার হবে।
কম্পিউটারে পড়ার জন্য


No comments:

Post a Comment

দ্বীনের দাওয়াত হলো নিজে দ্বীনের উপর টিকে থাকা।