সজিব
মনে মনে হাসে। সে জানে মামার সম্পূর্ণ কথাটা
সত্য নয়। তিনি চশমাটি বাক্সে ভরবেন, তালাও হয়তো মারবেন কিন্তু গভীর জঙ্গলে পুতে রেখে
আসবেন না। আশেপাশে কোনো গভীর জঙ্গলই নেই। হয়ত তার ল্যাবরেটরীতেই কোথাও রেখে দেবেন।
হয়তো কোনো প্রয়োজনে আবারো তিনি চশমাটি বের করবেন। কয়েকজন ভন্ড লোকের প্রকৃত রুপ প্রকাশ
করে দেবেন। যাই হোক, সজিব এখন আর এসব বিষয়ে আগ্রহ বোধ করে না। চিড়িয়াখানায় যে চাকুরী
করে বন্য পশু দেখতে তার আনন্দ লাগে না। যেখানে প্রতিটি মানুষই পশু সেখানে মানুষের প্রকৃত
রুপ বের করে আলাদা তৃপ্তি পাওয়ার সুযোগ কোথায় ?
কম্পিউটারে পড়ার জন্য
No comments:
Post a Comment