Friday, May 29, 2020

আরব মরুতে শিক্ষা সফর-কিশোর উপন্যাস #শায়েখ আব্দুল্লাহ আল-মুনীর#

এই  কথার  মধ্যে  কতো  জটিলতা  লুকিয়ে  আছে  সান্টু  তা  বুঝতে  পারে  না।  সে 
বাহনের  ভিতরে  ঢুকে  পড়ে।  ধপ  করে  একটা  শব্দ  হয়।  কিছু  বুঝে  ওঠার  আগেই 
সান্টু বন্দি হয়ে পড়ে। দরজাটি স্বয়ংক্রিয়ভাবে নিচ থেকে উপরে উঠতে থাকে। তার 
সামনে আব্রাহাম লিংকনের মানব মূর্তি।তিনি এখানেই থেকে যাবেন। তবেসান্টুকে 
ফিরতে বাধ্য করতে পেরে তিনি মানসিকভাবে তৃপ্ত।  এই সফরে অর্জিত জ্ঞান বিশ্বকে 
জানাতে হবে না?

কম্পিউটারে পড়ার জন্য


No comments:

Post a Comment

দ্বীনের দাওয়াত হলো নিজে দ্বীনের উপর টিকে থাকা।