Sunday, September 20, 2020
Thursday, September 17, 2020
Monday, September 7, 2020
সাজদা- #শায়েখ আব্দুল্লাহ আল-মুনীর#
আবারো পালিয়ে যায় ইবলিস শয়তান| নামাজ আর সাজদাকে ভীষণ ভয় করে সে| বিশেষ করে জগা ফকীরের এই সাজদা দেখে তার মনটা বিষিয়ে যেতে থাকে| গত কাল অবধি যে অন্তরটা আগাছাতে ভর্তি ছিলো সেটাই কিনা আল্লাহর স্বরণের নুরে আলোকিত হয়ে গেলো! দুঃখ আর অপমানে মনটা কেঁদে উঠলো তার| দূরে গিয়ে মাটিতে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো সে| কাঁদতে কাঁদতে মুঠো ভর্তি মাটি নিয়ে নিজের মাথাতেই ফেলতে লগলো বারংবার| আর বলতে লাগলো,
— হায় হায়! জগার মতো লোক| সাজদা করে জান্নাত পেয়ে গেলো আর আমি আদমকে সাজদা না করে হতভাগা হয়ে গেলাম| কি ক্ষতি আমার হলো|
Tuesday, August 4, 2020
Saturday, July 25, 2020
Thursday, July 23, 2020
Wednesday, July 22, 2020
Tuesday, July 21, 2020
রাজ দুলালী মাখলো ধুলী (জান্নাতি দুনিয়ার অসম প্রেমের উপন্যাস) #শায়েখ আব্দুল্লাহ আল-মুনীর#
পিতার কথা শুনে খুশির পুলকে মনটা ভরে যায় শাহাজাদীর| মধুকে দেওয়াটা ওয়াদাটা
তবে সহজেই পুরা করতে পারলো সে| ততক্ষণে সৈন্যরা মধুকে শাহাজাদার পোশাকে সাজিয়ে
দরবারে হাজির করলো| তার দিকে দৃষ্টি দিয়েই মাথা নত হয়ে গেলো শাহাজাদীর| পোশাক আশাক
বা ধন সম্পদ ছাড়াই কেবল ব্যক্ত্বিত্ব আর মহত্বের গুণের তার কাছে হার মেনেছে সে|
রাখালের পোশাকেই মধুকে আকাশের চাঁদই মনে হয়েছে
তার কাছে| এখন তার শূণ্যস্থানগুলো পূরণ হয়ে এতটাই পরিপূর্ণ মানুষ মনে হচ্ছে
যে নিজেকেই তার যোগ্য মনে হচ্ছে না কোনো ক্রমে| মনে হচ্ছে দয়া সে তাকে ভালবাসার
মানুষ হিসেবে গ্রহণ করলেই সে ধন্য হয়|
যথা সময়ে ঢাকঢোল পিটিয়েই শুভ বিবাহ সম্পন্ন হয় দুজনের| প্রাসাদেই হয় বাসরের
রাত| একে একে ফলে যায় জ্যোস্নবরণ অনুষ্ঠানের সেই গানটির সবগুলো লাইন| সম্পূর্ণ হয়
অসমাপ্ত লাইনগুলোও| যেগুলো সেদিন শোনা হয়নি| এভাবে শাহী প্রাসাদের মেহমান হয়েই জীব
পার করত লাগলো তারা|
Monday, July 20, 2020
জান্নাতী দুনিয়ার অসম প্রেম (ইসলামী উপন্যাস) #শায়েখ আব্দুল্লাহ আল-মুনীর#
রুপকথার গল্পগুলো
শেষ হয় রুপকথারই মধ্যে। বলা হয়, তারপর তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগলো। আর মজিদের
কাহিনীগুলোর শেষ তার বাস্তব জীবনে। রুপকথার নায়িকাদের নিয়ে সে তার বাস্তব জীবনেই সুখে
শান্তিতে বসবাস করছে। জটিল ব্যাপারই বটে ! একেবারে বোধের অগম্য। কিন্তু মহান আল্লাহ
বলেন, তোমার রবের অসাধ্য কিছুই নেই {ফাতির/44}